Anandamela Pujabarshiki 2021 (1428) Bengali Magazine PDF
Anandamela Pujabarshiki 2021 (1428) PDF
Name - Anandamela Pujabarshiki 2021
Page - 345.
Anandamela Pujabarshiki 2021 (1428) PDF
This year's Anandamela Pujabarshiki 2021 (1428) issue has been published.
এবছরের আনন্দমেলা পূজাবার্ষিকী সংখ্যা প্রকাশিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এ বছরও আনন্দমেলা পত্রিকা পূজাবার্ষিকী সংখ্যা বের হয়েছে। এই পূজাবার্ষিকী সংখ্যায় বাংলা সাহিত্যের গণ্যমান্য লেখক-লেখিকাদের রচনা সহ নানা বিষয়ে শিশুদের মনোরঞ্জনের নানা গল্প ও ধাঁধা নিয়ে প্রকাশিত হয়েছে।
বাংলা সাহিত্যের বিখ্যাত লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত সম্পূর্ণ উপন্যাস "আশুবাবুর টেলিস্কোপ" এই পূজা সংখ্যায় প্রকাশিত হয়েছে। এছাড়াও এ বছরে আনন্দলোক পূজাসংখ্যায় লেখক স্মরণজিৎ চক্রবর্তী রচিত 'নিঃসঙ্গ প্রহরী', লেখক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় রচিত ফ্লাইট, সুকান্ত গঙ্গোপাধ্যায় রচিত "পাহাড়ে রহস্যের মেঘ", রাজেশ বসু রচিত "প্রফেসর রাবিনের গুপ্তসমাধি", সুস্মিতা নাথ রচিত "উড়ন্ত মানুষ" ও দেবারতী বন্দ্যোপাধ্যায় রচিত "রেড ভেলভেট রহস্য" প্রকাশিত হয়েছে।
এছাড়া রয়েছে সম্পূর্ণ ভুতুড়ে কমিকস বাদুড় বিভীষিকা কাহিনী - সত্যজিৎ রায়, চিত্রনাট্য - প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় এবং ছবি করেছেন সুমন্ত গুহ। সমরেশ বসু রচিত 'গরাদহীন জানালায় রাক্ষস'। এছাড়াও রয়েছে সম্পূর্ণ হাসির কমিক ছোট ছোট তরুণ-তরুণীদের জন্য টার্নিং পয়েন্ট গল্পটি লিখেছেন সুযোগ বন্দ্যোপাধ্যায়। কবিতা রয়েছে এই সংখ্যায় তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন লেখক এর নাম উল্লেখ করা হচ্ছে এমন টাক ডুমাডুম কবিতা লিখেছেন লেখক জয় গোস্বামী।
এই সংখ্যায় প্রচুর গল্প রয়েছে যেমন প্রচেত গুপ্ত রচিত ডাকাতের দুত, হনুমান টুপি গল্পটি লিখেছেন উল্লাহ মল্লিক, ক্যাপ্টেন হাসিপাগলি গল্পটি লিখেছেন অঙ্কুশ মিত্র, হরি মতিরঝিল গল্পটি লিখেছেন লেখক রাজশ্রী বসু অধিকারী, পুরান গল্পটি এক হুংকারে অসুর বধ গল্পটি লিখেছেন সঙ্গীতা চক্রবর্তী এবং প্রাণীজগৎ বিষয়ের উপর ভিত্তি করে যুধাজিৎ দাসগুপ্ত রচিত বিখ্যাত গল্পটি হল 'হামলাদারের বাছবিচার'। সত্যিই গাছ কথা বলে গাছ তার অবস্থার কথা জানায় আশেপাশের সকলকে। কিছু কথা সে ইচ্ছে করে জানায়, কিছু আপনার থেকে জেনে যায় আশেপাশের সকলে। সুন্দর এই গল্পটি আনন্দমেলায় এক অনন্য রূপ দেয়। তাছাড়াও এবারের আনন্দমেলা পূজা সংখ্যায় লিখেছেন যে সমস্ত লেখক লেখিকারা তাঁরা হলেন যথাক্রমে অর্চনা দাস, চিত্রিতা চক্রবর্তী, ঋষিতা মুখোপাধ্যায়, জয় সেনগুপ্ত, দেবমাল্য চক্রবর্তী, অংশুমিত্রা দত্ত, মধুরিমা সিংহ রায়, চন্দন রুদ্র ও দীপ সুন্দর দিন্দা।
Readers can collect and read this Pujabarshiki issue from this page.
Anandamela Pujabarshiki 2021 PDF
Comments
Post a Comment